Site icon Jamuna Television

মাদাগাস্কারে সোমালি নাগরিকদের বহনকারী দুটি নৌকা ডুবে নিহত ২২

মাদাগাস্কারের উপকূলে সোমালি নাগরিকদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দুটি নৌকায় মোট ৭০ জন যাত্রী ছিল। রোববার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। এর আগে, শনিবার ভারত মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভেসে যাওয়া জাহাজগুলো দেখতে পাওয়া যায়। তাদের ইঞ্জিন বিকল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়ার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, জীবিত জেলেদের উদ্ধার করা হয়েছে। জীবিতরা বলছেন, তারা ফরাসি দ্বীপ মায়োটে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

হর্ন অব আফ্রিকায় বেকারত্ব এবং দারিদ্র্য অনেক তরুণকে একটি উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ গ্রহণ করতে বাধ্য করে।

/এআই

Exit mobile version