Site icon Jamuna Television

অটোরিকশা চলবে ঢাকায়, হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

ফাইল ছবি।

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল বন্ধে ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিনদিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে গতকাল রোববার আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

/এমএন

Exit mobile version