Site icon Jamuna Television

রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা, বরিশালে বিক্ষোভ

রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়া বরিশালে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের ব্যানারে কিছু মানুষ।

এর আগে, আলেম-ওলামা এবং তাওহিদী জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হয় রাজশাহীতে। নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে। পরে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

এ সময় তারা পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিলটি নিয়ে আলুপট্টির দিকে রওনা হয় তারা। সেখানে বিক্ষোভ সমাবেশ করে প্রথম আলো পোড়ায় আন্দোলনকারীরা।

অন্যদিকে, বরিশালে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধেও দফায় দফায় বিক্ষোভ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার অফিসের সামনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে, রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে পত্রিকার দুটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। তারাও প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ করে। অগ্নসিংযোগ করা হয়।

/এসআইএন/এনকে

Exit mobile version