Site icon Jamuna Television

জয়পুরহাটে ৫ লাখ টাকার মাদক জব্দ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার ৮শ’ টাকা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১৪ বিজিবি এর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কড়িয়া বিওপি’র একটি বিশেষ টহল দল মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/২৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২ হাজার ২শ’ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

/এআই

Exit mobile version