Site icon Jamuna Television

১৩ বছরেই ইতিহাস গড়ে আইপিএলে বৈভব সূর্যবংশী

মাত্র ১৩ বছর বয়েসেই ইতিহাস গড়ে আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পেলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এর আগে এত কম বয়সী ক্রিকেটার আইপিএলের দলে সুযোগ পাননি। আজ সোমবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের নিলামে বড় চমক দেখলো ক্রিকেটপ্রেমিরা। বিহারের এই ক্রিকেটারকে নিলামে পেতে রীতিমতো লড়াই চলে। রাজস্থানের পাশাপাশি তাকে পাওয়ার জন্য লড়াইয়ে নামে দিল্লিও। ১ কোটিতে দিল্লী থামলেও আরও ১০ লাখ বাড়িয়ে দলে ভেড়ায় রাজস্থান। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিলো ৩০ লাখ রুপি।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯ টি সেঞ্চুরি করেছেন।খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করে ৫৮ বলে সেঞ্চুরি। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

এ ছাড়াও বৈভব রঞ্জি ট্রফি, হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের।

/এসআইএন

Exit mobile version