Site icon Jamuna Television

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি।

দেশের বাজারে তিন দফা বাড়ার পর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। তাতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায় দাঁড়িয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন করে এ ধাতুর দাম নির্ধারণের কথা বলা হয়েছে সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। কাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩১৮ টাকা কমিয়ে ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ২৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা করা হয়েছিল।

/এমএন

Exit mobile version