Site icon Jamuna Television

নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেয়া উচিত: খামেনি

হত্যাযজ্ঞের জন্য গ্রেফতারি পরোয়ানা নয়, মৃত্যুদণ্ড দেয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার (২৫ নভেম্বর) ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

খামেনি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রশাসনের নেয়া পদক্ষেপ যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল সেটি বিজয় হিসেবে গ্রহণ করলেও আদতে তা হত্যাযজ্ঞ। খামেনির দাবি, বিশ্ববাসী গাজা আর লেবাননে চলমান আগ্রাসনকে বিজয় বলে মনে করে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর তিন দিন পর এ প্রসঙ্গে কথা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

/এএম

Exit mobile version