Site icon Jamuna Television

যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন

যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে পরীক্ষামূলক এই ট্রেন চলবে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ও আগামীকাল। মঙ্গলবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।

বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪শ মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেলসেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের এই সেতুতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে আশা করছি।

তিনি আরও জানান, ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে শেষে শুরু হওয়া রেলসেতুটিতে ২০২৫ এর জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে।

/এনকে

Exit mobile version