Site icon Jamuna Television

৩ বলে ৩০ রান দিয়ে ফিক্সিংয়ের সন্দেহে শানাকা

ফাইল ছবি

আবুধাবি টি টেনে আবারও ফিক্সিং এর গুঞ্জন। ২২ নভেম্বর এই লিগে হযরত বিলাল নামের এক বোলার অস্বাভাবিক নো বল করে আলোচনার জন্ম দেন। তার ওই ‘নো’ বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেভিড ওয়ার্নারও।

তিন দিন পর আবারও আলোচনায় আবুধাবি টি টেন। এবার শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা দিলেন ৩ বলে ৩০ রান। সোমবার (২৫ নভেম্বর) দিল্লি বুলসের বিপক্ষে বাংলা টাইগার্সে খেলা এই ক্রিকেটার করেছেন রহস্যময় বোলিং!

তিনটি বৈধ ডেলিভারি করতে চারটি নো বল দিয়েছেন তিনি। বৈধ-অবৈধ সেই ৭ ডেলিভারিতে ৫টি চার ও একটি ছক্কা খেয়েছেন শানাকা। তার ওই স্পেলে আবারও আলোচনায় ফিক্সিং ইস্যু।

ম্যাচের নবম ওভারে বোলিংয়ে আসেন দাসুন শানাকা। ওভারের প্রথম বলে দেন চার। এরপর দ্বিতীয় বলটি করেন ‘নো’। এই বলেও চার মারেন নিখিল চৌধুরি। পরের ফ্রি-হিট বলটিও করেন ‘নো‘। এর পরেরটি বৈধ ডেলিভারি হলেও ঠিকই চার মারেন নিখিল। এরপরের বলটি ছ্ক্কা দেন শানাকা। তারপর টানা দুটি নো বল করেন লঙ্কান পেসার। যার মধ্যে একটি বলে চার আসে নিখিল চৌধুরির ব্যাট থেকে। সবমিলিয়ে ওই ওভারে ১০টি বল করেন শানাকা। রান খরচ করেন ৩৩!

/এনকে

Exit mobile version