Site icon Jamuna Television

স্বৈরাচারের পক্ষে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জামায়াত আমির

উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তারা পতিত স্বৈরাচারের পক্ষে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের মতো আগামীতেও তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনাটি জঘন্য ও নিন্দনীয় অপরাধ। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। এমন পরিস্থিতিতে যেকোনো উস্কানিতে সকলকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান।

/আরএইচ

Exit mobile version