Site icon Jamuna Television

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। শারমিন আক্তারের ৯৬ রানের ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ব্যক্তিগত ৩৮ রানে আউট হন মুর্শিদা খাতুন। এরপর ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক ও শারমিন আক্তার। ৬১ রান করে ম্যাগুয়েরের শিকারে পরিণত হন ফারজানা। ২৮ রান করা নিগার সুলতানাকে সাজঘরে ফেরান ফ্রেয়া সারগেন্ট। আর ক্যারিয়ারের প্রথম শতক থেকে চার রান দূরে থাকতে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার শারমিন আক্তার। তার ৯৬ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস টাইগ্রেসদের।

উল্লেখ্য, প্রায় ৮ মাস পর আজ ওয়ানডে খেলতে নেমেছ টাইগ্রেসরা। সবশেষ সিরিজে ঘরের মাঠে অজিদের কাছে স্বাগতিকরা হারে ৩-০ তে। তবে এবার সেই ব্যর্থতা কাটিয়ে এবার আইরিশদের বিপক্ষে ৩-০ তে জয়ের লক্ষ্য টাইগ্রেসদের।

/এসআইএন

Exit mobile version