Site icon Jamuna Television

আইনজীবী হত্যার প্রতিবাদে রাজধানীর সিএমএম কোর্টে বিক্ষোভ

চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজধানীর সিএমএম কোর্টে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সিএমএম কোর্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন আইনজীবীরা। পরে মহানগর দায়রা জজ কোর্টসহ পুরো আদালত চত্তর ঘুরে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি করেন তারা। পাশাপাশি হত্যাক্যাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমএইচ

Exit mobile version