Site icon Jamuna Television

দুদক সংস্কারে গণঅধিকারের ২২ দফা প্রস্তাব

ছয় মাসের মধ্যে দুর্নীতির তদন্ত শেষ করাসহ ২২ দফা প্রস্তাবনা দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির কাছে জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। অর্থপাচারকারী ও দুর্নীতিবাজদের মনোনয়ন না দিতেও এ সময় রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মাইডাস সেন্টারে দুদক সংস্কার কমিটির চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামানের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এ সময় রাশেদ খান বলেন, দুদককে সব সরকারই নিজেদের দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ভিন্নমত দমনে ব্যবহার করেছে। এখন সময় এসেছে দুর্নীতি দমন আইন ও প্রতিষ্ঠান হিসাবে দুদক সংস্কারের। বিসিএসে দুদকের জন্য স্বতন্ত্র ক্যাডার চালু, ৮ বিভাগে আট কমিশনার নিয়োগ, দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও সব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রস্তাব দেয় গণঅধিকার।

এছাড়া দুদকের নিজস্ব ট্রাইব্যুনাল গঠন, দুদক কর্মচারী নীতিমালা বিলুপ্ত ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে যে কোনো সময়ে তল্লাশি করার ক্ষমতা দেয়ার প্রস্তাব রাখা হয়।

/এমএন

Exit mobile version