Site icon Jamuna Television

ফিটনেস পরীক্ষায় ‘পাস’ তামিম, খেলবেন এনসিএল টি-২০

অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে ফিরছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন অন্যতম সেরা ওপেনার।

জানা গেছে, আসন্ন এনসিএল টি-টোয়েন্টি মাঠে ফেরার ইচ্ছে ছিল তার। সেজন্যই দিতে হয়েছিল ফিটনেস পরীক্ষা। পরীক্ষায় উতরে গেছেন তামিম। এনসিএলে খেলতে তাই আর কোনো বাধা রইলো না তার।

প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন সহজেই।

ধারণা করা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলও এবার অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ ফরম্যাটে। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো। আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অথবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

/এএম

Exit mobile version