Site icon Jamuna Television

স্বর্ণ পাচার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় কাওসার (৩৭) নামে এক পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা একই উপজেলার নাস্তিপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে কাওসার ও একই গ্রামের শামসুল হকের ছেলে আনিসুরকে ২ কেজি ৪শ গ্রাম স্বর্ণসহ আটক করে। এ ঘটনায় বিজিবির সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে দুই জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী দামুড়হুদা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান আসামি কাওসার ও আনিসুরকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩ আগষ্ট আদালতে অভিযোগপত্র প্রেরণ করেন। বিজ্ঞ আদালত আলোচিত এ মামলায় মোট ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে কাওসারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি আনিসুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

Exit mobile version