Site icon Jamuna Television

ফের বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এই ধাতুর দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় দাঁড়িয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ কেনা যাবে ৯৩ হাজার ১৬০ টাকায়।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরিপ্রতি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এমএন

Exit mobile version