Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল।

হাইভোল্টেজ এ ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই কোচ স্লট-আনচেলত্তি। লিভারপুল কোচ বলেন, কেবল লিভারপুল নয় রিয়ালের বিপক্ষে ইউরোপে খেলে এমন যে কোনো দলের জন‍্য কাজটা কঠিন। কারণ, তারা ভিন্ন উপায়ে জিততে পারে। এ কারণে তারা এই প্রতিযোগিতায় এত ট্রফি জিতেছে।

অপরদিকে, রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠে শোনা গেছে বেশ ইতিবাচকতা। তিনি বলেন, আমরাও বেশ আত্মবিশ্বাসী এই ম্যাচ নিয়ে। ভালো খেলে জয় পাওয়াই আমাদের লক্ষ্য। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ কামব্যাক করার। ভালো একটা ম্যাচ হবে।

মৌসুমের একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের ধারায় আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি চ‍্যাম্পিয়ন্স লিগেও টেবিল টপার। ৪ ম‍্যাচে তাদের পয়েন্ট ১২। ১০ গোল করার বিপরীতে হজম করেছে মোটে একটি। বিপরীতে, কিছুটা ব্যাকফুটেই আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

অপরদিকে, চার ম‍্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট রিয়ালের। ৯ গোল করা দলটি হজম করেছেন সাত গোল। লিল ও এসি মিলানের বিপক্ষে হেরেছে আনচেলত্তির শিষ্যরা।

/এমএইচআর

Exit mobile version