Site icon Jamuna Television

সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের আগামীকাল বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর তিন কলেজের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর এক বিজ্ঞপ্তিতে ওই পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে।

গত রোববার থেকে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়। ওইদিন ও পরের দিন সোমবার যাত্রাবাড়ীর মাহাবুবুর রহমান মোল্লা কলেজ, পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। সে ঘটনায় আহত হয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংঘর্ষের পরদিন মঙ্গলবার স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। এবার প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

/এমএন

Exit mobile version