Site icon Jamuna Television

আখাউড়ায় দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় আব্দুর রহমান হারুন (৩২) নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় সোপর্দ করে।

গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওলুকান্দি গ্রামের বাসিন্দা আলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।

/আরএইচ

Exit mobile version