Site icon Jamuna Television

‘একটি পক্ষ দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে’

ফাইল ছবি।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে আবারও অস্থিরতা তৈরির পায়তারা চলছে। একটি পক্ষ দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টার অভিযোগ করে তার প্রতিবাদে টিএসসিতে এক বিক্ষোভে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাতকে হত্যাচেষ্টা করা হয়েছে। বলেন, ষড়যন্ত্র করা হলে ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ সময় বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নির্যাতনের বিচার এবং হাসনাত ও সারজিসের গাড়িবহরে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

/আরএইচ

Exit mobile version