Site icon Jamuna Television

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত দুইজনের নাম জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলমান রয়েছে।

যৌথবাহিনী জানায়, গত মঙ্গলবার ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে মহল্লায় মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় মোট ৫ জন আহতও হন। ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় অভিযান চালোনো হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নাশকতাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চলবে বলেও জানান তারা।

/আরএইচ

Exit mobile version