Site icon Jamuna Television

গাজায় একদিনে প্রাণহানি ৩৩, মোট নিহত ৪৪ হাজার ৩০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত। গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে, আহত হয়েছেন আরও ১৩৪ জন।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৮২ জনে। এবং আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮০ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো।

এরপর থেকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

/এএম

Exit mobile version