Site icon Jamuna Television

চীনে দীর্ঘদিন আটক ৩ মার্কিন নাগরিকের মুক্তি

মুক্তি দেয়া হলো চীনের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ৩ মার্কিন নাগরিককে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা চীনের এক নাগরিককে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার (২৮ নভেম্বর) এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এরইমধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত মার্ক সিদান, কাই লি ও জন লিয়াং।

মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে চীনে আটক হন ৪৮ বছরের সিদান। পরে ২০১৬ সালে ৬০ বছরের মার্ক লি এবং ২০২১ সালে ৭৮ বছরের জন লিয়াংকে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে ছিল গুপ্তচরবৃত্তির অভিযোগ।

তাদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছাড়া পাবেন ৪২ বছর বয়সী চীনা নাগরিক জু ইয়ানজুন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছিলো তার।

প্রসঙ্গত, চলতি মাসে পেরুতে অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট শি জিনপিং ও জো বাইডেনের বৈঠকে সরাসরি বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়।

/এএম

Exit mobile version