Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে হামলার কথা ভাবছে উত্তর কোরিয়া!

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার কথা বিবেচনা করছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সতর্কতার কয়েক ঘন্টা পরই এমন ঘোষণা দিলো পিয়ংইয়ং।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি গুয়ামে মাঝারি পাল্লার রকেট মিসাইল হামলা চালানো হতে পারে। এমন ঘোষণা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও উস্কে দিলো। এর আগেই অবশ্য আসিয়ান সম্মেলনে কিম জং উন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন অন্যান্য দেশ নয় কেবল যুক্তরাষ্ট্রেই তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে উচ্ছুক। এমন হুঁশিয়ারির জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রতি যেকোনো হুমকি তৈরি করলে, তাদের পরিণতি ভয়াবহ হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version