Site icon Jamuna Television

চিন্ময় ইস্যুতে নিজের অবস্থান জানালেন মমতা ব্যানার্জি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মন্তব্য করব না। ইতোমধ্যেই ইসকনের প্রধানের সঙ্গে দুইবার তার ফোনালাপ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা।

এর আগে, বুধবার তৃণমূল নেতা অভিষেক বলেন, কোনো আন্তজার্তিক বিষয় আমরা মন্তব্য করতে পারি না। তবে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারকে দুঃখজনক বলে অভিহত করেন।

এদিকে, প্রতিবেশী বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত ‘হামলা’ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দুপুরের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

/এটিএম

Exit mobile version