Site icon Jamuna Television

ইউপি সদস্য হত্যার দায়ে ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও এলাকার মাস্টারপাড়া গ্রামের আলাউদ্দীন ফকির হত্যার দায়ে মোহাম্মদ আলী ও মোমেনা বেগম দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞার আদালত এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি মোহাম্মদ আলী ও মোছা. মোমেনা বেগম ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও এলাকার মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আলাউদ্দীন ফকির পীরগঞ্জ ভোমরাদহ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদে যাওয়া আসার পথে তিনি তার ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ আলীর বাসায় আড্ডা দিতেন এবং সেখানে নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। একপর্যায়ে মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগমের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মোমেনার স্বামী মোহাম্মদ আলী জানতে পারে।

২০১৩ সালের ৯ এপ্রিল সকালে আলাউদ্দীন ফকির ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে মোহাম্মদ আলীর বাসায় যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই সময় তাকে হত্যা করা হয়। পরদিন পাশের একটি ভুট্টাক্ষেতে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এ বিষয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে আলাউদ্দীন ফকিরের ছেলে বাদশা মিঞা বাদী হয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্যগ্রহণ করেন এবং ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আলী ও মোমেনা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে আদালতে তাদের জবানবন্দি নেয়া হয়।

এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোমেনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় উভয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত।

/এনকে

Exit mobile version