Site icon Jamuna Television

বিসিএসের আবেদন ফি কমানোর ঘোষণা পিএসসি’র

ফাইল ছবি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। এ বিজ্ঞপ্তিতে আগের মতোই ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর পৃথক আরেক বিজ্ঞপ্তিতে পিএসসি ৪৭তম বিসিএসের ফি কমানোর ঘোষণা দিয়েছে। যদিও ফি কতো টাকা কমানো হচ্ছে, তা এখনও জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে পিএসসি দ্রুত সিদ্ধান্ত নেবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

আরএইচ/এনকে

Exit mobile version