Site icon Jamuna Television

শেখ হাসিনা ও আওয়ামী লীগ রক্তের হোলি পছন্দ করে: ইকবাল মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগকে মানুষরুপী হায়েনা উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা শুধু রক্তের হোলি খেলা পছন্দ করে। সাইদ ও মুগ্ধদের মতো দুই হাজারের বেশি শহীদের রক্ত ঝড়েছে তাও তার মনে কোনো অনুতপ্তের উদয় হয়নি। উল্টো রক্তপিপাসু শেখ হাসিনা বলেছে, সাইদ মারা গেছে রক্তক্ষরণে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দে ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক বদিউজ্জামান বদির সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তুমি আবু সাঈদের মাকে জিজ্ঞেস করো, তার বুকে কী রক্তক্ষরণ হচ্ছে। যদি তোমার ছেলের এরকম হতো তাহলে তুমি এ কথা বলতে পারতে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে পছন্দ করে।

/এনকে

Exit mobile version