Site icon Jamuna Television

চুয়াডাঙ্গার দর্শনায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে (২৮ নভেম্বর) তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার সেলিম মাহফুজ মিল্টন দর্শনার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি সেলিম মাহফুজ মিল্টনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, গ্রেফতার মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তাকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

গ্রেফতার মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এতে জানানো হয়।

/এনকে

Exit mobile version