Site icon Jamuna Television

টানা চার জয়ে কনফারেন্স লিগের শীর্ষে চেলসি

উয়েফা কনফারেন্স লিগে জয়ের ধারা অব্যহত রেখেছে চেলসি। জার্মান ক্লাব হেইডেনহেইমকে ২-০ গোলে হারিয়ে লিগের চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে দলটি। ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে কনফারেন্স লিগের শীর্ষে অবস্থান করছে চেলসি। চেলসির মতো সাফল্য ধরে রেখে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে লেগিয়া ওয়ারশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিপক্ষের মাঠ ভইথ অ্যারেনায় এদিন প্রথমার্ধে গোলশুন্য নিয়েই মাঠ ছাড়ে দুই দল। বিরতির পর ক্রিস্টোফার এনকুনকুর গোলে ৫১ মিনিটে লিড নেয় চেলসি। এরপর ৮৬ মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এনজো মারেস্কার শিষ্যরা। ম্যাচের যোগ করা অতিরিক্ত ৬ মিনিটের সময় সিজার কাসাদেই লাল কার্ড দেখলেও ২-০ ব্যবধানের জয় তুলে নেয় তারা।

/এসআইএন

Exit mobile version