Site icon Jamuna Television

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেফতার ৩

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন সুমন মিয়া (২৪) নামের এক ব্যক্তি। পুলিশ অভিযান চালিয়ে প্রকৃত পরীক্ষার্থী ও সুমনের এক সহযোগীকেও গ্রেফতার করেছে।

বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেফতার করে। এরপর রাতে তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্সি দিতে আসা সুমন মিয়ার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামে। তিনি শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। অন্য দুজন হলেন– রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের রাকিব (১৯) এবং রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।

পরিদর্শক রুহুল আমিন জানান, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমনের সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন।

এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষাকেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীরপাড় থেকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

/এএম

Exit mobile version