Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধে বিল পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধে বিল পাস হলো দেশটির পার্লামেন্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তুমুল তর্ক-বিতর্ক শেষে উচ্চকক্ষ সিনেটে পাস হয় এ সংক্রান্ত বিলটি। খবর রয়র্টাস।

প্রস্তাবের পক্ষে অবস্থান নেন ৩৪টি আইনপ্রণেতা আর বিপক্ষে ভোট দেন ১৯ জন। প্রস্তাবটির নাম ‘দ্য সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ’। আগামী বছরের নভেম্বর নতুন আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে লন্ডনে ও মাদ্রিদে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টিকে কেউ ভালোভাবে নিলেও অনেকেই আবার সমালোচনা করেছেন। মাদ্রিদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জেভিয়ার মার্টিনেজ বলেন, আমি স্পেনে এটি কখনোই কল্পনা করতে পারি না। তাদের একটি প্রদর্শনী করা উচিত ছিল কারণ এটি পাগলামো। আমাদের মতো শিশুরা এটি সবসময় দেখি যা আমরা খুব পছন্দ করি।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লন্ডনের মিয়া হ্যানসন বলেন, শিশুদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকা ভালো। কারণ অনলাইনে অনেক কিছু আছে যা ছোটদের জন্য বিপজ্জনক এবং ভীতিকর হতে পারে। তাই আমি মনে করি কিছু ধরনের নিষেধাজ্ঞা থাকা উচিত।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি পরিষদে পাস হয় বিলটি। শুক্রবার এটি আবারও প্রয়োজনীয় সংস্কারের জন্য নিম্নকক্ষে তোলা হবে। এটিই সামাজিক যোগযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ নিয়ে বিশ্বের সবচেয়ে কঠিন আইন হতে যাচ্ছে।

/এসআইএন

Exit mobile version