Site icon Jamuna Television

খুলনায় বাসে আগুন, নিহত ঘুমন্ত হেলপার

খুলনা ব্যুরো:

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল হোসেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন হেলপার শরিফুল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শরিফুল। মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

পরিবহন শ্রমিকরা জানান, বাসের অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

/আরএইচ

Exit mobile version