Site icon Jamuna Television

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৪৮, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ হাজারে

ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৪৮ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৩ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৩শ’ ৩০ জনে। সব মিলিয়ে মোট আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইসরায়েল-হামাসের যুদ্ধের দ্বিতীয় বছরে, গাজায় গণহত্যার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। এই যুদ্ধের কারণে, অবরুদ্ধ গাজায় ইতোমধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট।

গত সপ্তাহে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় নির্বিচারে হামলা চালানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখিও হয়েছেন তিনি।

/এআই

Exit mobile version