Site icon Jamuna Television

ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান ড. বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো বর্তমানে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে ভোটার তালিকা তৈরি-হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ। নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি। অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে, তাদের শাস্তির বিধান রয়েছে। কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের কোন পদ্ধতিতে শাস্তির আওতায় আনা যায় তা খতিয়ে দেখা উচিত।

/আরএইচ/এমএন

Exit mobile version