Site icon Jamuna Television

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা যোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

জোড় ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন মুসল্লিরা। দুপুরে একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, তাবলীগ জামাতের সব সাথী এই জোড় ইজতেমায় অংশ নিতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এটি অনুষ্ঠিত হয়। জোড় ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। শেষ হবে ২৩ ডিসেম্বর।

এদিকে, রংপুর মহানগরীর নিউ জুমাপাড়া ঈদগাহ মাঠেও শুরু হয়েছে ৩ দিনের ‘জোড় ইজতেমা’। এতে অংশ নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। যোগ দিয়েছেন বিদেশি মুসল্লিরাও। একসাথে জুমার নামাজ আদায় করেন তারা। ইবাদত-বন্দেগিতে কাটছে সময়। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার কার্যক্রম।

/এনকে

Exit mobile version