Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ৬০ শিশুকে যৌন হয়রানির অপরাধে একজনের যাবজ্জীবন

অস্ট্রেলিয়ার সাবেক এক চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৬০-এর বেশি শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্যতম একজন পেডোফাইল (শিশুদের প্রতি যৌন আকর্ষণ) হিসেবে অভিহিত করা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে সাজা পাওয়া ওই ব্যক্তির নাম অ্যাশলে পল গ্রিফিথ।

২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের একটি চাইল্ড কেয়ারে কাজ করেছেন ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি। এ সময়ের মধ্যে তিনি ওই চাইল্ড কেয়ারে সংঘটিত ৩০৭টি অভিযোগের কথা স্বীকার করেছেন। তার হাতে নির্যাতিত বেশিরভাগ শিশুর বয়স এক থেকে সাত বছর।

শিশুদের সঙ্গে হওয়া এই অপরাধকে ‘ভয়ংকর অপরাধ’ বলে অভিহিত করেছেন বিচারক পল স্মিথ। বলেন, এই কাজ সুস্পষ্ট ‘বিশ্বাসের উল্লেখযোগ্য লঙ্ঘন’। এই মামলা ছাড়াও গ্রিফিথের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ইতালিতে দুই ডজনের বেশি শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

/এআই 

Exit mobile version