Site icon Jamuna Television

১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা

জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। বৃহস্পতিবার, এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ তথ্য জানান।

তবে এখনই নিষিদ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সবাই প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এই সিদ্ধান্তের ফলে কানাডায় প্রবেশ ও ভ্রমণ করতে পারবেন না নিষিদ্ধ ব্যক্তিরা। জব্দ করা হবে তাদের সব সম্পদ। সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশ অভিযুক্ত ও সন্দেহভাজন সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরসাথে সংশ্লিষ্ট– সিআইএ এমন পূর্বাভাস দেয়ার পরও; শাস্তিমূলক কোন ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয় স্পষ্টভাষী এই সাংবাদিককে। এখনো মেলেনি তার মরদেহের সন্ধান।

Exit mobile version