Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড, এক ইনিংসে বল করলেন দলের ১১ জনই

ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয় ম্যাচটি

ভারতীয় ক্রিকেটে হরহামেশাই গড়া হয় রেকর্ড। কখনও ব্যক্তিগত মাইলফলক আবার কখনও দলগত পারফরম্যান্সে হয় বিশ্বরেকর্ড। বরাবরের মত এবারও দেশটির ক্রিকেটে ঘটেছে এমন এক ঘটনা, যা আগে কোনোদিন দেখেনি ক্রীড়াপ্রেমীরা।

টি-টোয়েন্টির ইতিহাসে নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। ২০ ওভারে ম্যাচে বোলিং করেছে দলের ১১ জন ক্রিকেটার, তাও আবার এক ইনিংসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মনিপুরের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড করলো দিল্লি।

দলটির অধিনায়ক আইয়ুশ বাদোনির নেতৃত্বেই সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বোলিং করেছে সবাই। ক্যাপ্টেন নিজেও করেছেন ২ ওভার বোলিং। ১ম ওভারে পেয়েছেন ১ উইকেট, আর দ্বিতীয় ওভারে দিয়েছেন মেইডেন। ১১ জনের বোলিংয়ে মনিপুর থামে ১২০ রানে। ম্যাচটি দিল্লি ৪ উইকেটে জয় পেয়েছে।

এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটর এই ক্রিকেটে বোলিং করতে সর্বোচ্চ ব্যবহার করা হয়েছিল ৯ জন ক্রিকেটারকে। যার মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগে ৯ বোলার দিয়ে বোলিং করার নজির আছে ৪ বার।

স্বীকৃত অথবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন অভূতপূর্ণ ঘটনা না ঘটলেও, ভারতের টেস্ট ক্রিকেট মুখোমুখি হয়েছিলও এই ঘটনার। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং করেছিলেন ভারতের সব ক্রিকেটাররা। সেবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জন দিয়েই বোলিং করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।

এই হিসেবে পিছিয়ে নেই বাংলাদেশও। কদিন আগেই ন্যাশনাল ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এক ইনিংসে বোলিং করেছিলেন রংপুরের ১০ জন ক্রিকেটার।

/এনকে

Exit mobile version