Site icon Jamuna Television

ফিলিস্তিনের সংহতি দিবসের সমর্থনে ঢাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে তারা। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেন না নেয়ায় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের স্লোগান দেন তারা।

এর কিছুক্ষণ পরেই শুরু হয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিসি চত্ত্বর, ফুলার রোড হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় নারী-শিশুসহ সববয়সী মানুষ।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী; তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভও জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে।

/এনকে

Exit mobile version