Site icon Jamuna Television

পুতিনের সাথে বৈঠক বাতিল করলো ট্রাম্প

রুশ-ইউক্রেন টানাপোড়েনের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পূর্ব-পরিকল্পিত বৈঠক বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট জানান, জব্দকৃত ইউক্রেনের জাহাজ এবং ২৪ নাবিককে ফেরত না দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সবপক্ষের উদ্যোগে কৃষ্ণ সাগর সংলগ্ন দু’দেশের সংকটের মিটমাট হবে বলেই তিনি আশাবাদী।

একইদিন, জলসীমায় ইউক্রেনের জাহাজ প্রবেশে সীমাবদ্ধতা রাখায় রাশিয়ার সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি জানান, এ বিষয়ে পুতিনের সাথে জি-টোয়েন্টি সম্মেলনের সাইডলাইনে তিনি আলোচনা করতে চান। ২৫ নভেম্বর, ইউক্রেনের ৩টি জাহাজ লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর সেসব জব্ধ এবং ২৪ নাবিককে আটক করেছে রাশিয়া। অনুপ্রবেশের দায়ে নাবিকদের দেয়া হয়েছে দু’মাসের কারাদণ্ড।

Exit mobile version