Site icon Jamuna Television

সংখ্যালঘু ইস্যুতে ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠকের সম্ভাবনা, বন্ধ হচ্ছে না দ্বিপাক্ষিক বাণিজ্য

ফাইল ছবি।

সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা প্রতিনিধি:

বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে যথেষ্ট ওয়াকিবহন প্রতিবেশী দেশ ভারত। এই ইস্যুতে খুব শিগগিরই দু’দেশের সচিব পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জয়সওয়াল। শুক্রবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখনই ভারত-বাংলাদেশের মধ্যে কোনভাবেই বাণিজ্যিক আমদানি-রফতানি বন্ধ হচ্ছেনা। তবে দু’দেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর ইঙ্গিত দেন রান্ধির জয়সওয়াল।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুটি নিয়েও কথা বলেন তিনি। জানান, ভারত সরকার মানবিক দৃষ্টিভঙ্গির খাতিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তার মুক্তির দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে নিষ্পত্তি হবে।

রান্ধির বলেন, হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি সেদেশের সরকারের কাছে শক্তভাবে উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে, সেটি তারা পালন করবে।

/এমএইচআর

Exit mobile version