Site icon Jamuna Television

‘স্বাধীনতা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী ও সক্ষম বাহিনীতে পরিণত করা হবে’

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এমনটাই বলেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার (৩০ নভেম্বর) সকালে খুলনায় বানৌজা বিশখালী কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময় নাজমুল হাসান বলেন, নৌবাহিনী আজ সুদক্ষ এক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

পরে শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধজাহাজের নামফলক উন্মোচন করেন তিনি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এটিএম

Exit mobile version