Site icon Jamuna Television

ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকা থেকে উদ্ধার হয় মরদেহটি।

পুলিশ জানায়, সকালে মরদেহটি দেখতে পেয়ে খবর দেয় স্থানীয়রা। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মরদেহের পাশ থেকে ৫ রাউন্ড গুলির খোসাও উদ্ধার করে পুলিশ। গুলি করে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিচয় ও হত্যা রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

/এটিএম

Exit mobile version