Site icon Jamuna Television

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার

কুষ্টিয়া করেসপনডেন্ট:

গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) ও শুক্রবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় উদয়নগর ও চরচিলমারী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানের মাধ্যমে ভারতীয় কোকেন এবং মহিষ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন চরচিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “ডিগ্রীরচর মাঠ” এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চৌদ্দ লাখ ষাট হাজার টাকা।

শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর চিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “ডিগ্রীরচর মাঠ’’ এলাকায় আরও একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তের লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

একই দিনে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে উদয়নগর বিওপি’র সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “আতারপাড়া” এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করর মালিকবিহীন অবস্থায় দুই’শ চল্লিশ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য বারো লক্ষ টাকা। উদ্ধারকৃত মহিষের এবং কোকনের বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্ট্রি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এআই

Exit mobile version