Site icon Jamuna Television

দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়: জামায়াত আমির

ফাইল ফটো

দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে। তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এই দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াতের নেতাদের হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

এছাড়া, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে উল্লেখ করে, সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

/এমএইচআর

Exit mobile version