Site icon Jamuna Television

আইরিশদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শনিবার (৩০ নভেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। নির্ধারিত ওভার শেষে তারা ১৯৪ রানের টার্গেট দেয় স্বাগতিকদের। পরে, ফারজানা হকের অর্ধশতকে ভর করে ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে নিগার সুলতানা জ্যোতির দল।

আগে ফিল্ডিং করতে নেমে শুরুতেই আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের উইকেট তুলে নেন সুলতানা খাতুন। দলীয় ৩৫ রানে নাহিদা আক্তারের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সারাহ ফোর্বস।

তৃতীয় উইকেটে ভাঙে অর্লা প্রেনডারগাস্ট ও অ্যামি হান্টারের ৯১ রানের জুটি। ৩৭ রানে অর্লা রান আউটের শিকার হওয়ার পর ৬৮ রানে স্বর্ণার লিগ বিফোরের ফাঁদে পড়েন অ্যামি। ডিলানি ৩৩ ও লেহ পল ১০ রানে সাজঘরে ফিরলে ১৯৩ রানের পুঁজি পায় আইরিশরা।

জবাবে ব্যাট করতে নেমে মুরশিদা আউট হলে ১৫ রানেই ভাঙে টাইগ্রেসদের উদ্বোধনী জুটি। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও বড় জুটি গড়েন ফারজানা হক ও শারমিন সুপ্তা। ফারজানা ৫০ আর সুপ্তা ৪৩ রানে আউট হলে ১০৭ রানে ৩য় উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১২৯ রানে আউট হন সোবহানা মুস্তারি। হারের শঙ্কা উঁকি দিলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৪০ রানে সেই শঙ্কা কেঁটে যায়। শেষ পর্যন্ত স্বর্ণা আর ফাহিমার ব্যাটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version