Site icon Jamuna Television

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলে ২৭ যাত্রী নিহত হয়েছেন। সেই সাথে নিখোঁজ রয়েছে শতাধিক যাত্রী। এদের মধ্যে বেশিরভাগই নারী। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইবরাহিম অদু এএফপিকে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকারীরা নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে। তিনি বলেছেন, ১২ ঘণ্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবে গেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

/এআই

Exit mobile version