Site icon Jamuna Television

১৬ ডিসেম্বর বিজয় মঞ্চ করে জাতীয় নির্বাচনে জয়ের সূচনা: মো. নাসিম

১৬ ডিসেম্বর বিজয় মঞ্চ করে জাতীয় নির্বাচনে জয়ের সূচনা করা হবে বলে জানিয়েছেন, ১৪ দলের সমন্বয়ক মো. নাসিম। তিনি জানান, মঞ্চে থেকে যে প্রচারণার শুরু হবে তাতে, শিক্ষক-চিকিৎসক, শিল্পীসমাজসহ সব পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হবে।

সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, পেশাজীবীদের সাথে চৌদ্দ দলের নেতাদের মতবিনিময়ে একথা বলেন তিনি।

সভায়, পেশাজীবী সংগঠনের নেতারা নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে বিভিন্ন পরামর্শ দেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Exit mobile version