Site icon Jamuna Television

বিশ্বের ‘সবচেয়ে বড়’ স্বর্ণের খনির সন্ধান পেল চীন

চীনের হুনান প্রদেশে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষকদের ধারণা, খনিটিতে ১ হাজার টন স্বর্ণ মজুত রয়েছে। বলা হচ্ছে, এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এটি। খবর, সিএনএন’র।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে এই বৃহৎ খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান।

থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, খনির তিন হাজার মিটার গভীরে বিপুল পরিমাণ সোনার মজুত রয়েছে। সোনার খনির এই আবিষ্কার দেশটির অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। দেশটির খনি শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়বে।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন স্বর্ণের মজুত সমৃদ্ধ খনি পাওয়া যায়। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার হওয়ার স্বর্ণের খনি। তবে চীনের এই খনিতে যদি ১ হাজার টন স্বর্ণ মজুত পাওয়া যায়, তাহলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কৃত স্বর্ণের খনি।

স্বর্ণের খনিটির খনন কাজের সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলো জানিয়েছে, ২ হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধার পাওয়া গেছে। সবমিলিয়ে প্রায় ৩০ টন স্বর্ণের মজুত রয়েছে এই স্তরে।

/এমএইচআর

Exit mobile version